আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4857

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 মে 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, জনাব আমার আবিএস রোগের কারনে ঘন ঘন বাথরুম হয়। বাথরুম থেকে বের হওয়ার কিছু সময় পর আবার বাথরুম চলে আসে। আর আমার সবসমায় বায়ু বের হতেই থাকে এই অবস্থায় আমি সালাত কিভাবে আদায় করব। দয়া করে জানলে উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার জন্য নিয়ম হলোনামাযের ওয়াক্ত শুরু হলে আপনি ওযু করে ঐ ওয়াক্তের সকল সুন্নাত ও ফরজ নামায আদায় করবেন। আপনি অসুস্থ হওয়ার কারণে আপনার জন্য এই হুকুম। তবে পেশাব, পায়খানা বা ওযু ভাঙার অন্য কোন কারণ পাওয়া গেলে পূনরায় ওযু করে নিবেন।