আসসালামু আলাইকুম, আল্লাহ্ আপনাদের উত্তম প্রতিদান দিন। আমরা যারা সাধারণ নামধারী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। এজন্য নামধারী বললাম কারণ ইসলামের কোন বিধিবিধান মানা হয় না। যতটুকু মানা হয় শুধু মাত্র সামাজিক রীতি অনুযায়ী। জীবন চলার পথে ইসলামের কোন বিধি বিধান লঙ্ঘন হচ্ছে কিনা তা যাচাই করে না। এবং সন্তানদের ধর্মীয় কোন শিক্ষা দেয় না। আমরা পরিবার থেকে কোন শিক্ষায় পাইনা। সাধারণ স্কুল কলেজে লেখাপড়া করে কতটুকু শিখতে পারি তা আপনাদের অবগত আছেন। আমাদের না কোন আদব শেখনো হয়। মোট কথা আমরা না সমাজ থেকে না পরিবার থেকে ভালো শিক্ষা পাই। না আমরা ভালো আলিমের সাহচর্য পাই। ইসলামের কোন বিধি বিধান আমাদের শেখানো হয়নি। কতটুকু আদব করা উচিত বড়দের সাথে এবং পিতা-মাতার সাথে তাও শিখানো হয় না। এখন আমরা যারা আল্লাহর অনুগ্রহে অনলাইনে ইসলামের সঠিক শিক্ষা জানতে পারি। যদি আমাদের আশে পাশে ভাল আলেম না পাই এবং ভাল বন্ধু না পাই তাহলে আমরা কিভাবে ইসলামের উপর কিভাবে টিকে থাকব। না পেলাম ভাল মানুষের সাহচার্য না পেলাম একজন ভাল বন্ধু । তাহলে কিভাবে আমরা ইসলাম কে ভালভাবে মানতে পারব। আর আদব শিখার মাধ্যম কি? কিভাবে ইসলামের উপর এই প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারি? আমার বয়স ২৩ বছর। আমি যদি আগে গিয়ে জামাতে প্রথম কাতারে দাড়াই তাহলে পিছনের কাতারে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে আমি কি তাদের সামনে দিয়ে আমি পিছনে আসব কিনা? আর যদি আমি না আসি তাহলে বেয়াদবি হবে নাকি? কাদেরকে সামনে এগিয়ে দেওয়া উচিত নিজে সরে গিয়ে? দয়া করে উত্তর দিবেন। আমাদের মত লোকদের অনেক উপকার হবে। মনের অনেক কষ্ট ভাল মানুষ পেলাম না ভালো বন্ধু পেলাম না। তাই প্রশ্নটা করলাম। পরিবারকে অনেক বুঝানোর পরেও কাজ হয় না। বরং আমাদের আরো নিরুৎসাহিত করে ইসলাম মানতে। বলে এত হিসাব করে এই জামানায় চলা যায় নাকি। আল্লাহ আপনাদের এই দাওয়াত কবুল করুন।