আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4757

সালাত

প্রকাশকাল: 7 ফেব্রু. 2019

প্রশ্ন

বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে মসজিদ, এই ক্ষেত্রে বাড়িতে একাকী সালাত আদায় করলে কি সাাত হবে? নাকি হবে না?

উত্তর

পুরুষরা মসজিদে জামাতের সাথে সালাত আদায় করবে, এটাই ইসলামের নির্দেশনা। জামাতে সালাত আদায় করলে ২৫-২৭ গুন বেশী সওয়াব, বাড়িতে সালাত আদায় করলে রাসূলুল্লাহ সা. সেই ঘর পুড়িয়ে দিতে চেয়েছেন। সুতরাং পুরুষরা সুযোগ থাকলে অবশ্যই মসজিদে সালাত আদায় করবে। তবে বাড়িতে একাকী সালাত আদায় করলে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু বিশাল সওয়াব থেকে বঞ্চিত হবে।