আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4754

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 ফেব্রু. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম,মোহতারম, আল্লাহ আমাকে একটি মেয়ে সন্তান দান করেছেন। কিন্তু মেয়েটা প্রতিবন্ধী। তার বর্তমান বয়স ২০ মাস। জন্মের পর থেকেই তাকে নিয়ে নানা অসুখ বিপদ-আপদের মুখোমুখী হয়ে চলেছি। তার চিকিৎসা চলছে । তার লালন পালন, চিকিৎসা, ব্যায়াম ইত্য়াদির জন্য আমরা (বিশেষ করে আমার স্ত্রী) অসহ্য দূর্বিসহ জীবন যাপন করছি । আমাদের জীবনটা অন্য় দশটা দম্পতির চেয়ে অনেক কষ্টকর ও ব্য়থাতুর ও সমাজবিচ্ছিন্ন । তদুপরি প্রায় সর্বদা আমরা সবরের চেষ্টা করি। মেয়েটার জন্য আমরা দ্বিতীয় সন্তানের কথা চিন্তাও করতে পারছি না। আমাদের কষ্টটা শুধুমাত্র আমাদের মত ভুক্তভুগী কোন দম্পতিই অনুধাবন করতে পারবে । আমার প্রশ্ন হচ্ছে মেয়েটাকে নিয়ে আমরা (বিশেষ করে ওর মা) যে কষ্টস্বীকার করছি তার বিনিময়ে কি পরকালে আমরা বিশেষ কোন পুরস্কার পাব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অবশ্যই পাবেন। কষ্ট বেশী হওয়ার কারণে সওয়াবও বেশী পাবেন। আল্লাহ আপনার মেয়েকে সুস্থ করে দিন, আপনাদেরকে ভালো রাখুন।