আমি একটা মার্কেটিং এজেন্সিতে পার্ট টাইম আর্টিকেল রাইটার হিসেবে কাজ করি। কন্টেন্ট এর শব্দ সংখ্যার ভিত্তিতে আমার পেমেন্ট করা হয়। এজেন্সিটি আমার লেখা আর্টিকেল বিভিন্ন ওয়েবসাইটে পাবলিশ করে। সমস্যা হল ওয়েবসাইটগুলোতে অনেক সময় গুগল এড থেকে বিভিন্ন বিজ্ঞাপন দেখানো হয় যেগুলো হালাল না। আমার প্রশ্ন হল
১) আমার উপার্জন কি হালাল? আমি কি কাজটি চালিয়ে যেতে পারি?
২) আমি যেহেতু প্রযুক্তি বিষয়ক আর্টিকেল লিখি, আমি ধরেই নিয়েছিলাম আমার উপার্জন হালাল এবং তাদের কাছ থেকে আমি আগে যে পারিশ্রমিক পেয়েছি তা খরচ করে ফেলি। যদি আমার উপার্জন হালাল না হয়, আমি কি করতে পারি?
৩) আমার আগের কিছু পারিশ্রমিক বাকি আছে, সেটা কি আমি গ্রহন করতে পারি?