আস-সালামুআলাইকুম। ১. প্রশ্ন হলো, ইমাম সাহেবের সাথে জামাতবদ্ধ অবস্থায় দাঁড়ালেও আমার সানা পড়া শেষ হওয়ার পূর্বেই ইমাম সাহেব সূরা তেলাওয়াত শুরু করেন। তখন আমি কি সানা পড়া শেষ করবো নাকি সানা যতটুকু পড়েছি সেখানেই থেমে গিয়ে ইমাম সাহেবের তিলাওয়াত শুনবো?
২. আবার অনেক সময়, ইমাম সাহেবের তিলাওয়াতরত অবস্থায় জামাতে শরিক হলে মুক্তাদির সানা পড়া লাগবে কিনা জানালে উপকৃত হবো।