আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4694

বিবাহ-তালাক

প্রকাশকাল: 6 ডিসে. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম,প্রশ্নঃ-হজুর ১৪০০০০০ লাখ টাকা কাবিনে বা মোহরানায় নির্ধারিত বিয়েতে মেয়েকে ১০ ভরি স্বর্ণ বাবদ ৪০০০০০ লাখ টাকা বাদ দিয়ে ১০০০০০ লাখ টাকা মোহর বাকিতে বিয়ে সম্পন্ন করা হল এবং বিয়ের ৭/৮ বছর পর জানা গেল স্বর্ণ ১০ ভরির থেকে ১/২ ভরি কম দিয়েছে এই বিবাহতে স্বামী-স্ত্রী হিসেবে সংসার করে আসা কি বৈধ হয়েছে? যদি অবৈধ হয় তাহলে এখন করনীয় কি হবে বিস্তারিত বললে খুবই উপকৃত হব। আসসালামু আলাইকুম।

উত্তর

ওয়া আলাইকুুস সালাম। সংসার বৈধ। স্বর্ণ যতটুকু কম দিয়েছিল ততটুকু দিয়ে দিবে।