আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4679

সালাত

প্রকাশকাল: 21 নভে. 2018

প্রশ্ন

শায়েখ, ফরয সালাতে সিজদায় বা সালাম ফিরানোর আগে বাংলায় দোয়া পড়া যাবে? আসলে আমি আরবি ভাষা বুঝে পড়তে পারি না।

উত্তর

আরবী বাদে অন্য ভাষায় নামাযের মধ্যে দুআ করা যাবে কিনা তা নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক আছৈ। সুতরাং আপনি আরবী দুআ বাংলা অর্থসহ মুখস্থ করবেন। আরবী ভাষা বুঝার দরকার নেই। যে দুআটি মুখস্থ করবেন তার বাংলা অর্থ বই দেখে মুখস্থ করবেন। নামাযের ভিতর ঐ আরবী দুআ পড়বেন, বাংলায় দুআ করবে না। তবে আরবী দুআ মুখস্থ না হওয়া পর্যন্ত সুন্নাত-নফল নামাযে বাংলায় দআ করতে পারেন।