আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4654

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 27 অক্টো. 2018

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমার প্রশ্ন হলো ঃ কোন কাপড়ে যদি পেশাব শুকিয়ে যায় অথবা কোন তরল নাপাকি শুকিয়ে যায় তাহলে কাপড় প্রথমে সাবান পানিতে ভিজিয়ে রেখে তারপর ভাল করে পানি দিয়ে কাচার পর আবার পানি দিয়ে ধুয়ে নিংরালে কি পবিত্র হয় নাকি ভিজিয়ে রাখার পর বালতির পানি বার বার পরিবর্তন করতে হয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনার বর্ণনানুযায়ী সাবান পানিতে ভিজিয়ে রেখে তারপর ভাল করে পানি দিয়ে কাচার পর আবার পানি দিয়ে ধুয়ে নিংড়ালে পবিত্র হয় সাবান পানিতে ভিজিয়ে রেখে তারপর ভাল করে পানি দিয়ে কাচার পর আবার পানি দিয়ে ধুয়ে নিংড়ালে কাপড় পবিত্র হয়ে যাবে। শুধু পানি দিয়ে কয়েকবার ভালো করে ধৌত করলেও পবিত্র হয়ে যাবে।