আসসালামুয়ালাইকুম, আমার প্রশ্ন হলো ঃ কোন কাপড়ে যদি পেশাব শুকিয়ে যায় অথবা কোন তরল নাপাকি শুকিয়ে যায় তাহলে কাপড় প্রথমে সাবান পানিতে ভিজিয়ে রেখে তারপর ভাল করে পানি দিয়ে কাচার পর আবার পানি দিয়ে ধুয়ে নিংরালে কি পবিত্র হয় নাকি ভিজিয়ে রাখার পর বালতির পানি বার বার পরিবর্তন করতে হয়?