আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4617

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 20 সেপ্টে. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ. আমি মহান আল্লাহর এক জন পাপী বান্দা. সরকারি চাকরির মাধ্যমে অবৈধ টাকা আয়করেছি আরো অনেক পাপ করেছি ্ এখন আমি কি ভাবে আল্লাহর কাছে মাফ চায়তে পারি। আমি অজি্র টাকা ও সম্পাদ কি করবো।কিছু লোকজনকে টাকা ফেরত দিতে পারবো বাকি টাকা ও সম্পাদ কি দান করবো। দান করলে কাদের দান করবো । আমার বয়স ৩৪ বছর।দয়া করে আমার উত্তর দিয়েন। বতমান আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন।আল্লাহপাক আপনাকে ভালো রাখুক

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চাকুরীকে ব্যবহার করে যে সব মানুষের টাকা-পয়সা আপনি অবৈধ উপায়ে নিয়েছেন তাদেরকে তাদের টাকা-পয়সা হিসাব করে ফিরিয়ে দেওয়া আপনার প্রথম ও প্রধান কাজ। এরপর সরকারী টাকা-পয়সা বা সম্পত্তি আপনার অর্জিত হলে সেগুলো সরকারী তহবিলে ফেরৎ দিন। যে সব অসহায় মানুষের টাকা অবৈধভাবে নিয়েছেন তাদেরকে পাওয়া সম্ভব না হলে সেই পরিমাণ টাকা পয়সা গরীব-অসহায়দের দিয়ে দিবেন। তবে আপনি আজীবন পাওনাদেরকে খুঁজতে থাকবেন যখন পাবেন তখন তাদের টাকা ফিরিয়ে দিবেন। সর্বশেষ আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইবেন। আমরা আপনার সুখী জীবন কামনা করি।