ওয়া আলাইকুমুস সালাম। পরিধেয় পোশাক যদি টাখনুর নীচে ঝুলে যায় তাহলে তা নামাযের সময় এবং অন্যান্য সকল সময় টাখুনুর উপর ভাজ করে দেওয়া আবশ্যক, ওয়াজিব। তবে যদি প্যান্ট টাখনুর উপরে থাকে তাহলে ভাজ করা মাকরুহ। অনুরূপ জামার হাতা গুটানো, নামাযের ভিতর চাদর-রুমাল টানাটানি করা মাকরুহ। عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ لاَ أَكُفُّ شَعَرًا ، وَلاَ ثَوْبًا.
ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদীসে নবী সা. বলেছেন, আমাকে নির্দেশ দেয়া হয়েছে ৭ টি অঙ্গের উপর সাজদা করতে এবং চুল ও পোশাক ভাজ তথা গুটিয়ে রাখতে নিষেধ করেছেন। সহীহ বুখারী, হাদীস নং ৮১৬। তবে প্যান্ট টাখনুর নীচে চলে গেলে অবশ্যই গুটিয়ে রাখতে হবে। হাদীসের নিষেধাজ্ঞা এক্ষেত্রে প্রযোজ্য হবে না। জামাতে নামায পড়ার সময় সূরা ফাতিহা পড়তে হবে কি না এই নিয়ে ইমামদের মাঝে মতভেদ আছে। হানাফী আলেমদের মতে পড়ার প্রয়োজন নেই।