আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4541

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 জুলাই 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। যেকোনো ধরনের Offline or Online গেইম খেলা কি জায়েজ? Ex: Pubg, Free fire, Call of Duty আমাদের এই গেইম খেলে সময় নষ্ট করা ইসলাম কি বলে? কারন আমি সময় কাটাতে এগুলি ব্যবহার করি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কাজের সময় নষ্ট করে, জীবন ধ্বংস করে, মন-মেধা-মগজে বিপর্যয় সৃষ্টি করে, ইবাদাত থেকে দূরে রাখে, হিংস্রতা উস্কে দেয় এমন কোন গেম অনলাইন বা অফলাইনে খেলা যাবে না। এর বাইরে অশ্লীল কোন কিছু না থাকলে সময় কাটানোর জন্য কেনা গেম খেলা অবৈধ না হলেও অনুচতি তো বটেই। সময় কাটানোর জন্য গেম খেলার প্রয়োজন নেই। সময় কাটানোর জন্য খেলা গেমই একদিন সময় নষ্ট করবে। সুতরাং সময় কাটানোর জন্য অন্য কোন পথ অবলম্বন করুন। গেম নামক ব্যাধি থেকে দূরে থাকুন।