আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4509

সালাত

প্রকাশকাল: 4 জুন 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। একটি মাসাআলা জানিয়ে উপকৃত করবেন। মাগরিবে আজানের পর ৫ মিনিট পর ইকামত হয়। এই সময়ের মধ্যে ২ রাকাত তাহিয়াতুল মসজিদ পরে বসলাম। ইকামত হল নামাজ আদায় করলাম। নামাজ শেষ এ ইমাম সাহেব বললেন,এটি মানসুখ হয়ে গেছে। এই সময় নামাজ পরা মাকরু তাহরিমা। কথা টা কি সঠিক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, ইমাম সাহেবের কথা সঠিক নয়। মানসুখ হওয়ার ব্যাপারে সহীহ কোন দলীল নেই। সময় থাকলে পড়লে কোন সমস্যা নেই।