আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4472

ঈদ কুরবানী

প্রকাশকাল: 28 এপ্রিল 2018

প্রশ্ন

হুজুর আমার ভাইয়ের একটা গরু আছে যেটা অসুস্থ হওয়ায় আমার ভাই নিয়ত করেন যে এটা যদি সুস্থ হয়ে যায় তাহলে ২ টা বাচ্চা হওয়ার পর এটাকে কুরবানী দিয়ে দিবে। এখন ২ টা বাচ্চা হওয়ার আগে এটা কুরবানী দিতে চায় এখন এই গরুর মাংস কি আমাদের পরিবার খেতে পারবে?

উত্তর

জ্বী, খেতে পারবেন। শুধু নিয়তের দ্বারা মানত হয় না। আর মানতের কুরবানীর গোশত খাওয়ার বিষয়ে মতভেদ আছে। মোটকথা এই পশুর গোশত আপানারা খেতে পারবেন।