আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4411

যাকাত

প্রকাশকাল: 26 ফেব্রু. 2018

প্রশ্ন

জনাব, আসসালামু আলাইকুম। জনাব আমার প্রশ্ন হলো যাকাতের ক্ষেত্রে প্রতিটি সম্পদ আলাদা ভাবে নেসাব পরিমান হতে হবে নাকি সামগ্রীক সম্পদ নেসাব পরিমান হলেয় যাকাত দেওয়া লাগবে। উদাহরন সরুপ আমার ৬ ভরি সর্ন আছে এবং ৩.৫ লাখ জমানো টাকা আছে। এখন স্বর্ন আলাদাভাবে নেসাব হয় না কিন্তু স্বর্ন ও অর্থ মিলে নেসাব অতিক্রম করে। আমার জন্য করনীয় কি?
১। মোট সম্পদের উপর যাকাত দিতে হবে?
২। শুধু অর্থের উপর যাকাত দিতে হবে?
শরিয়তের আলোকে সমাধান দিয়ে কৃতজ্ঞ করবেন। দোয়া দরখাস্ত।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মোট সম্পদের উপর যাকাত দিতে হবে। মোট সম্পদ টাকাতে হিসাব করে শতকারা আড়াই টাকা হারে যাকাত দিতে হবে।