আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4362

বিবিধ

প্রকাশকাল: 8 জানু. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম ৷ Assalamu Alaikum
জনাব আমার দুটি প্রশ্ন রয়েছে ৷ অনেক সন্ধান করার পরেও এদুটি বিষয় নিয়ে অনেক মত পার্থক্য লক্ষ্য করছি৷
১)সাধারণত মেয়েদের সাদা স্রাব জনিত সমস্যা থাকে ৷এ সমস্যার ফলে দিনে প্রায়ই ৫ বারের ওযু করতে হয় ৷আমার প্রশ্নটি হলো আমি যদি একইসাথে সালাত ও তারপর কুরআন পড়ার জন্য নিয়ত করে অযু করি এবং সালাত পরা অবস্থায় যদি সাদা স্রাব নির্গত হয়(সব সময় নির্গত হতে থাকে) তাহলে কি কুরআন পড়ার জন্য আবার অযু করতে হবে?
২)কুরআন পড়ার জন্য অযু করে recite কিরা অবস্থায় যদি সাদা স্রাব নির্গত হয় তাহলে কি আবার অযু করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সালাত আদায় করার জন্য ওযু করে ঐ ওয়ক্তের ভিতর ঐ ওযু দ্বারা সালাত আদায় করতে এবং কুরআন পড়তে পরবেন। সাদা স্রাব নির্গত হতে থাকলেও কোন সমস্যা নেই। ঐ ওয়াক্ত শেষ হওয়ার পর আবার ওযু করতে হবে। কুরআন পড়ার জন্য আলাদা ওযু করতে হবে না। ২। না, নতুন করে ওযু করত হবে না। ঐ সময় নামাযের যে ওয়াক্ত ছিল সেটা পার হয়ে গেলই কেবল ওযু করতে হবে।