আস্সালামুআলাইকুম। আমি সব সময়ই এলার্ম অন রেখে ঘুমাই, এবং অধিকাংশ দিন সূর্য্য উঠার আগে সালাত আদায় করি কিন্তু মাঝে মাঝে ঘুম থেকে উঠে দেখি সূয্য উদয় হইছে, এখন আমার মূল প্রশ্ন সূর্য্য উদয় হওয়ার পরে সলাত আদায় করার সময় দুই রাকাাত সুন্নত কি আদায় করতে হবে? এবং ফরজ দুই রাকাতের কিরাত কি আস্তে করতে হবে?