আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4347

হালাল হারাম

প্রকাশকাল: 24 ডিসে. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম,আমি শুনেছি হারাম খাদ্য খেলে নাকি ৪০ দিনের ইবাদত কবুল হয় না। কথাটা কি ঠিক? যদি ঠিক হয় একজন একবার হারাম খেয়ে পরে তওবা করল তার ক্ষেত্রে বিধান কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হারাম খেলে ইবাদত কবুল হয় না, দুআ কবুল হয় না। আল্লাহ কুরআন শরীফে উত্তম রিযিক খেয়ে েইবাদত করতে বলেছেন। তবে হারাম খাদ্য খেলে ৪০ দিনের ইবাদত কবুল হয় না বা ৪০ দিনের নামায কবুল হয় না মর্মে বর্ণিত হাদীসটি বানোয়াট। সুতরাং এই কথাটি ঠিক নয়। হারাম খেয়ে ফেললে তওবা করলে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন।