আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4336

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 13 ডিসে. 2017

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমি একজন HSC পরীক্ষার্থী। নভেল করোনা ভাইরাস মহামারী আকারে রূপ নেওয়ায়, আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমি অর্থসহ পবিত্র কোরআনুল কারীম মুখস্থ করতে চাচ্ছি। এর জন্য কী আমাকে আরবি ব্যাকরণ শিখতে হবে? যেমন- ইংরেজি ব্যাকরণ শেখার ফলে এখন আমি ইংরেজি লেখা দেখে বা ইংরেজি কথা শুনে তার অর্থ বুঝতে পারি। অর্থসহ কোরআনুল কারীম মুখস্থ করার জন্য কি করা প্রয়োজন। জাজাকাল্লাহু খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আরবী ভাষা শিখুন। বছর দুয়েক একা ধারে পরিশ্রম করলে কুরআনের অনুবাদ করতে পারবেন, এতটুকু পরিমাণ আরবী ভাষা শিখতে পারবেন। আর তখন কুরআন শরীফের অনুবাদ করতে পারবেন মোটামুটি। এরপর কুরআন মুখস্ত করবেন। মুখস্ত করতে সাধারণভাবে একধারে পড়লে ৩-৪ বছর সময় লাগবে। সুতরাং যদি কুরআন মুখস্ত করার ইচ্ছা থাকে তাহলে ৫-৬ বছরের জন্য সব বাদ দিয়ে কুরআনের পিছনে সময় ব্যয় করুন।