আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4317

হালাল হারাম

প্রকাশকাল: 24 নভে. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি অনলাইন বিজনেস করি। আমার জন্য প্রশ্নের উত্তরগুলি খুব দরকার। ⭕ব্যবসায়িক প্রয়োজনেদ মেয়েরা পর্দার সাথে ক্যামেরার সামনে বা পিছনে থেকে লাইভে কথা বলতে পারবে কিনা? ছেলেরা সে লাইভ শুনলে বা দেখলে কোন গুনাহ হবে কিনা?
⭕যখন কারো লেখার সাথে ছবি এড করে দেয় বিশেষ করে মেয়েদের বে পর্দার ছবি, সেখানে কি লাইক কমেন্ট করা যাবে। শিক্ষার জন্য তার লেখা যদি আমার উপকারে আসে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পর্দার দুইটি দিক। দেহের পর্দা আর মনের পর্দা। দেহের পর্দা এভাবে হয়তো রক্ষিত হবে কিন্তু এর মাধ্যমে শয়তানী ওয়াসওয়াসায় অনেকেই পড়ে যাবে। কুরআনে আল্লাহ বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। সুরা ত্বলাক, আয়াত নং ২। সুতরাং লাইভ না করেও আল্লাহ চাইলে ভালো ব্যবসা হবে। এর থেকে বিরত থাকাই উত্তম মনে হচ্ছে। না, এমন ছবিতে লাইক, কমেন্ট করার দরকার নেই। উপকারে আসলে শুধু তার লেখা পড়তে পারেন।