আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4314

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 21 নভে. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম আমার বয়স এখন প্রায় ২২। আমি ২০১৭ তে আমার এক মাউলানা ভাইয়ের মাধ্যমে বাসায় একটি মেয়ে কে বিয়ে করি তার পরিবার ছাড়া। বিয়েতে আমার ভাই আমার মা এবং আমার বোন উপস্থিত ছিলেন। এই বিয়েতে মেয়ের পরিবার কোনো ভাবেই রাজি ছিলেন না। পরে আমরা বেশ কিছু দিন সংসার করার পর তার পরিবার আইনের সহায়তায় মেয়ে কে নিয়ে গেছে এবং তার পরে আমরা জানতে পারি যে ওলি ছাড়া নাকি বিয়ে হবে না বাতিল। কিন্তু আবার অনেক থেকে শুনছি বিয়ে হবে তাই আমরা আমাদের সুবিধা মতো মাসালা গ্রহন করে চলছিলাম। এই ভাবে ২০১৮ তে আমাদের মধ্যে ফোনে অনেক মন মালিন্য হওয়ার পরে মেয়ে আমাকে বললো তালাক বলতে আমি বলছি ঠিক আছে তালাক পরে মেয়ে বললো (1 talak 2 talak 3 talak) এই ভাবে বলো তার পরে আমি নিজে দেই নাই লিখি ও নাই তার মেসেজটাই কপি করে শেষে তার নামটা শুধু লিখে পরে পাঠিয়েছি। পরে আমি YouTube এ অনেকের লেকচার শুনেছিলাম যে এক হাযেজে যতো তালাকই দেওয়া হক না কেনো একতালাকই হবে। তাই আমরাও এটাতে আমল করেছি। এই ভাবে অনেক দিন গেলো পরে আবার আমরা একত্রিত হয়ে সংসার শুরু করি আবার ও মেয়ের পরিবারের অবাধ্য হয়ে এবং অনেক দিন পরে আমরা এটা বুঝতে পারলাম আমাদের বিয়ে হয় নাই এটা অনেকের লেকচার থেকে শুনে এবং রাসুল (সঃ) এর সহিহ হাদিস যে অলি ছাড়া বিয়ে বাতিল বাতিল বাতিল তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা পৃথক হয়ে যাবো এবং মেয়ের বাবা কে রাজি করিয়ে আবার বিয়ে করবো। যেই কথা সেই কাজ এখন মেয়ে তার বাড়িতে আছে। এখন আমি আমাদের ব্যপারটি কিছু হানাফি আলেমকে জিজ্ঞাসা করেছিলাম ওনারা বলেছেন যে বিয়ে ও হইছে আবার তালাক ও হয়ে গেছে। কিন্তু অনেক আলেম এটা ও বলেছেন এক হায়েজে যত তালাকই দিক ১ তালাক গন্য হবে এবং এটিও রাসুল (সঃ) থেকে সহিহ হাদিস দারা প্রমানিত। এখন আমার প্রশ্নটি ছিলো আমরা আবার মেয়ের বাবা কে রাজি করিয়ে বিয়ে করলে কি সমস্যা হবে? গুনাহগার হবো? কারন হাদিস গুলো তো রাসুল (সঃ) থেকে প্রমানিত। সুতরাং আমরা কি এই হাদিস গুলোর ওপর আমল করে আবার বিয়ে করতে পারি? আমাদের সম্পর্কটা নিয়ে অনেক সমস্যা হয়েছে সামাজিক ভাবে তাই আমাদের বিয়ের কোনো রাস্তা থাকলে ভালো হতো। দয়া করে আমায় একটি বিস্তারিত সমাধান দিবেন। জাজাকাল্লাহু খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনারা মাসআলাটি এভাবে গ্রহন করেছিলেন যে, অভিভাবক ছাড়াই বিয়ে হবে। এবং এই অনুযায়ী সজ্ঞানে আমল করে তালাক দিয়েছেন। তালাক দেয়ার পর তালাক থেকে বাঁচার জন্য এখন অভিভাবক ছাড়া বিয়ে হবে না এই মাসআলা গ্রহন করা যাবে না। তালাক হয়ে গেছে। অধিকাংশ আলেমের মতে (দুয়েকজন দলছুট ছাড়া) একসাথে ৩ তালাক দিলে ৩ তালাক হযে যাবে। নতুন করে সংসার করার সুযোগ নেই। আর যদি অভিভাবক ছাড়া বিয়ে হবে না এই মাসআলা শোনার পর এই অনুযায়ী আমল করতেন তাহলে তো তালাক দেয়ার প্রশ্নই আসতো না, কারণে আপনারা তখন সংসার করতেন না। যেহেতু অভিভাবক ছাড়াই বিয়ে হবে এই মাসআলা গ্রহন করে ৩ তালাক দিয়েছেন এখন আর নতুন বিয়ে করা বা সংসার করা জায়েজ হবে না, হারাম হবে। এক সাথে ৩ তালাকই পতিত হবে।