আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4311

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 নভে. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার পিতার সাথে একটা অতি তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি আমার হাত নুলা হয়ে যাবে এবং আমি জাহান্নামে যাবো বলে অভিশাপ দেয়। পরে আমি তার কাছে মাফ চেয়ে নেই। সে মুখে বলে যে মাফ করে দিছে কিন্তু আসলে মন থেকে মাফ করছে কিনা জানি না। এর আগেও সে আমাকে অভিশাপ দেয় যার ফলে আমি অর্থনৈতিক ভাবেও খুব একটা ভালো অবস্থায় নেই। এখন আমার প্রশ্ন হলো আমাকে মাফ করে দেয়ার পরও কি আমার উপর অভিশাপ কার্যকর হবে? অভিশাপ দেয়ার পর যদি পিতা মাতা সন্তানের জন্য দোয়া করে তাহলেও কি অভিশাপ কাজ করবে নাকি দুয়া কাজ করবে? আমি আমার পিতামাতার দোয়ার তেমন কোনো ফলাফল আমার জীবনে দেখি না কিন্তু বদ দোয়া ফলে যায়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এভাবে অভিশাপ দেয়া তো মহা অন্যায়। তাদেরকে বলবেন, এভাবে যেন আর অভিশাপ না দেয়। বেশী করে যেন, আপনার জন্য দুআ করে। আশা করি আল্লাহ আপনার জন্য উত্তম ফয়সালা করবেন।