আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4271

সালাত

প্রকাশকাল: 9 অক্টো. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি ফজর ও মাগরিবের নামাজের পরে সূরা হাশর এর শেষ তিন আয়াত পাঠ করার ব্যাপারে জানতে চাচ্ছি। আমাদের সমাজে হাশর এর শেষ তিন আয়াত পাঠের অনেক ফজিলত শুনা যায় তা কি আসলেই সহীহ্ হাদিস দ্বারা প্রমাণিত কিনা তা জানতে চাচ্ছি। জাজাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সূরা হাশরের ফজিলতের হাদীসটি হলো عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَالَ حِينَ يُصْبِحُ ثَلَاثَ مَرَّاتٍ أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ وَقَرَأَ ثَلَاثَ آيَاتٍ مِنْ آخِرِ سُورَةِ الْحَشْرِ وَكَّلَ اللَّهُ بِهِ سَبْعِينَ أَلْفَ مَلَكٍ يُصَلُّونَ عَلَيْهِ حَتَّى يُمْسِيَ وَإِنْ مَاتَ فِي ذَلِكَ الْيَوْمِ مَاتَ شَهِيدًا وَمَنْ قَالَهَا حِينَ يُمْسِي كَانَ بِتِلْكَ الْمَنْزِلَةِ হযরত মাকাল বিন ইয়াসার রাঃ রাসূল সাঃ থেকে বর্ণনা করেন। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি সকাল বেলা তিন বার পড়বে আউজুবিল্লাহিস সামীয়িল আলীমি মিনাশ শাইতানির রাজীম। তারপর সূরা হাশরের শেষ তিন আয়াত [ হুয়াল্লাহুল্লাজী লা-ইলাহা শেষ পর্যন্ত] তিলাওয়াত করবে। তাহলে আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য ৭০ হাজার ফেরেস্তা নিযুক্ত করেন। যারা উক্ত ব্যক্তির জন্য মাগফিরাতের দ্আু করতে থাকে সন্ধ্যা পর্যন্ত। আর এ সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদের মৃত্যু লাভ করে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে। সুনানু তিরমিযী, হাদীস নং ২৯২২; মুসনাদু আহমাদ, হাদীস নং ২০৩০৬ । তবে শায়খ শুয়াইব আরনাউত রহি. এবং শায়খ আলবানী রহি. হাদীসটিকে দূর্বল বলেছেন।