মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মেছিলেন। তিনি সোমবার রোজা রাখতেন। তাহলে আমরা কি আমাদের জন্মবারে এরকম আমল করতে পারি? জানালে খুব উপকৃত হতাম। কৌতূহল থেকে করা প্রশ্নটি
উত্তর
না, আপনি নিজের জন্মবারে রোজা রাখতে পারবেন না। নিজের জন্ম দিনে রোজা রাখার কোন ভিত্তি নেই। সাহবাী বা তাবেয়ীরা এমন করেন নি।বরং রাসূলুল্লাহ সা. এর জন্মবার সোমবারে রোজা রাখা সুন্নাহসম্মত।