আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4214

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 13 আগস্ট 2017

প্রশ্ন

নামাজ পড়ে না এমন পিতার সাথে ঝগড়া লাগার পর যদি পিতা বলে যে সন্তানের নামাজ হবে না….তাহলে সেক্ষেত্রে ইসলাম কি বলে? আর ২৮ বছর বয়সী মেয়েকে যদি পিতা মারধোর করে চুল টেনে মারে সেক্ষেত্রে ইসলাম কি বলে?

উত্তর

পিতার এই কথার কোন মূল্য নেই, এটা একটি অনর্থক কথা। পিতার দায়িত্ব সন্তানকে প্রয়োজনীও শাসনের মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। তবে অতিরিক্ত কোন কিছু ভালো না।