হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে অধিক সন্তান নেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। তবে আমাদের দেশের অনেক মানুষ অজ্ঞতা থেকে হোক কিংবা বিভিন্ন উদ্দেশ্যে (যেমন একটি পুত্র সন্তানের আশায় অনেকগুলো কন্যা সন্তানের জন্ম দেন, ছেলে সন্তান বেশি হলে তাকে ভবিষ্যতে ভালোভাবে দেখাশোনা করবে আয় রোজগার বেশি হবে, এবং অনেক পিতা-মাতা পরপর অনেকগুলো কন্যা সন্তান হলে অসন্তুষ্ট হন)। আমার প্রশ্ন হল, স্ত্রীলোকের শারীরিক সক্ষমতা স্বাভাবিক থাকা অবস্থায় যে কোন উদ্দেশ্যে অধিক সন্তান নেওয়া শরীয়ত সম্মত হবে কিনা?