আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4145

যাকাত

প্রকাশকাল: 5 জুন 2017

প্রশ্ন

প্রশ্ন : একটি কাপড়ের দোকানের জাকাত আদায় প্রসঙ্গ:
উদাহরণ স্বরুপ : দোকানটিতে মোট ১৫ লক্ষ টাকার পণ্য (কাপড়) আছে যার মধ্যে ১০ লক্ষ টাকার পণ্য (কাপড়) নগদ কেনা। আর ৫ লক্ষ টাকার পণ্য (কাপড়) বাকীতে কেনা। এখন আমরা কি নগদ ১০ লক্ষ টাকার জাকাত দিবো, নাকি নগদ বাকি মিলে মোট ১৫ লক্ষ টাকার জাকাত দিবো? দয়া করে জানাবেন। জাযাকাল্লাহু খায়ের।

উত্তর

নগদ ১০ লক্ষ টাকার যাকাত দিবেন। বাকী থাকা ৫ লক্ষ টাকার যাকাত দিবেন না।