আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3895

হাদীস ও উসূলুল হাদীস

প্রকাশকাল: 28 সেপ্টে. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ১ / আগে সালাম পরে কালাম এটি কি কোনো হাদীস? ২/ আল্লাহ তা আলা তিন শ্রেনীর মানুষ থেকে কিছু গ্রহন করে না : ১/ পিতার অবাধ্য যিনি, ২/ দান করে বলে বেড়ায় ৩/ তাকদীর অস্বীকারকারী (তাবারানী ৭৫৪৭, সহীহুল জামে ৩০৩৫) হাদীসটি কি সহীহ? দয়া করে জানাবেন, জাযাকুমুল্লাহু খাইরন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা হাদীস, তবে ইমাম তিরমিযী হাদীসটিকে মুনকার বলেছেন। সুনানু তিরমিযী, হাদীস নং ২৬৯৯। অর্থাৎ অগ্রহনযোগ্য। সুতরাং এটাকে হাদীস হিসেবে প্রহণ করা যাবে না। তবে কথার আগে সালাম দিতে হবে এটা সহীহ কথা। ২। এই হাদীসটি সহীহ।