আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3890

যাকাত

প্রকাশকাল: 23 সেপ্টে. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার দুইটা প্রশ্ন ছিল । ১। [ আমার পিতা একজন সরকারী চাকুরীজীবী, তিনি তার জিপি ফান্ড এ টাকা এর উপর যাকাত দিবেন কি? তিনি আমাকে বললেন যে দিতে হবে না কারন জিপি ফান্ড এর টাকা সরকার উনাকে এখনো হস্তান্তর করেন নি । এইখেত্রে আমার পিতার করনীয় কি?]
২। [যদি আমার পিতা যাকাত দেন, তাহলে উনার একজন ভাই আছেন যিনি একজন মানসিক ভারসাম্যহীন, উনার ভরন পোষণ এর জন্য এই যাকাত এর টাকা তা কি ব্যায় করতে পারবেন মাসিক কিস্তি আকারে?]
ধন্যবাদ জাযাকাল্লাহ খাইরুন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না,জিপি ফান্ডের টাকার যাকাত দিতে হবে না। তবে ইচ্ছকৃত যদি জিপি ফান্ডে কেউ অতিরিক্ত টাকা রাখে তাহলে সেই পরিমাণ টাকার যাকাত দিতে হবে। ২। যাকাতের টাকা আপন ভাইকে দেওয়া যাবে। কিস্তি আকারে দিতেও কোন সমস্যা নেই।