আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3856

হাদীস

প্রকাশকাল: 20 আগস্ট 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার এলাকার মসজিদের ইমাম রাজনৈতিক কর্মকান্ডে জরিত দোকানে বসে নেতাদের সাথে আড্ডা দেয় ও সরকারি অফিসে সে চাকুরী ও করে,সেখানেও সিবিএ অফিসে থাকে, উনি একজন মাওলানা, এমতাবস্থায় উনার পিছে নামাজ পড়া কি জায়েজ হবে? অনাকে সরানোর ক্ষমতাও নেই বললেই চলে। তাছাড়া আমার আশে পাশে কাছে আর মসজিদ নেই,আমার নামাজ কি কবুল হবে? আমি একজন স্টুডেন্ট।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাজনীতি তো অন্যায় নয়। অন্যায় হলো মানুষের আইন কায়েমের রাজনীতি। একজন মাওলানা চায়ের দোকানে বসতেই পারেন, এখানেও অন্যায়ের কিছু নেই। সরকারী চাকরিও তিনি করতে পারেন। আর ইমাম যদি গোনাহে লিপ্তও থাকেন আর অন্য কোন মসজিদে নামায আদায়ের সুযোগ না থাকে তাহলে ঐ ইমামের পিছনেই নামায আদায় করতে হবে।