আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3842

হালাল হারাম

প্রকাশকাল: 6 আগস্ট 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একজন ফ্রিল্যান্সার। অনলাইনে বিদেশি বায়ারদের লোগো ডিজাইন করে দেই। সবসময় নিজের ইউনিক ডিজাইন করা সম্ভব হয় না। এক্ষেত্রে অন্য কোনো ওয়েবসাইট থেকে অন্য কারো করা ডিজাইন নিয়ে নিজের মতো কিছুটা পরিবর্তন করে বায়ারদের কাছে বিক্রি করে দেই। বিনিময়ে বেশ কিছু টাকা ইনকাম হয়। আমার এই ইনকামটা কি হালাল হবে? জানালে খুব উপকৃত হতাম। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিজে ডিজাইন করবেন। অন্যের ডিজাইন অনুমতি ছাড়া নেয়া তো অন্যায়। ইনকাম হারাম হবে, তা বলছি না। কিন্তু কাজটা নৈতিকতার মানদন্ডে উন্নিত নয়।