আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3716

যিকির দুআ আমল

প্রকাশকাল: 2 এপ্রিল 2016

প্রশ্ন

আসসালামওয়াআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ স্যার আমার প্রশ্ন- আমি কোরান পড়তে চাই কিন্তু আমি আরবী ঠিকমতো পড়তে জানি না। আর আমার সংসারের জন্য মাদ্রাসাই গিয়ে পড়তে অসুবিধা হবে কারণ মাদ্রাসা আমার বাড়ি থেকে দূরে অবস্থান করে। প্রশ্ন হলো- আমি কি কোরানের বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়তে পারব?এতে কি আমার উপকার হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি ঐ মাদ্রাসার কোন ছাত্রকে ঠিক করবেন যে আপনার বাসায় এসে শিখিয়ে দিয়ে যাবে।কোরানের বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়া জায়েজ নেই।