আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3697

যিকির দুআ আমল

প্রকাশকাল: 14 মার্চ 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি গত অনেক বছর যাবত প্রতি সন্ধ্যায়/রাতে সুরা-ওয়াকিয়া পড়ছি এবং আমি বিশ্বাস করি আল্লাহ এর দ্বারা আমার দারিদ্রতা দূর করে দিয়েছেন বা আমি খুব সচ্ছল জীবন-যাপন করছি। সত্যিই তাই হচ্ছেও এই আমল শুরু করার পর আল্লাহ আমাকে একবারের জন্যেও দারিদ্রতা/অভাব/ অসচ্ছল করেননি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি গত কিছুদিন হল জানতে পারলাম এই আমলের হাদিসটি নাকি জইফ আবার ;অনেক মুহাদ্দিস একে জাল হাদিস বলেও মতামত দিচ্ছেন। আমার প্রশ্ন হল, আমার এতদিনের আমল কি বৃথা?
আমি কি ভুল আমল/বিদাআত করছি?
আমার এতদিনের আমল আর এর প্রত্যক্ষ ফলাফল কি ভুল?
যদি হাদিস জইফ হয় এর উপর আমল করা যাবে?
আর যদি এই হাদিস জাল হয় তাহলে আমি দারিদ্রতা/অভাব থেকে মুক্ত থাকার জন্য কি কি আমল করব?
দয়া করে আমার প্রশ্নের যথাযথ উত্তর দিবেন। আল্লাহ আপনাকে উত্তম বদলা দিবেন ইনশাল্লাহ। আপনার উত্তরের আশায় রইলাম। বিনীত, জুবাইর

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সূরা ওয়াকিয়ার হাদীসটি দূর্বল হলেও আমল করা যাবে। এই সব ক্ষেত্রে দূর্বল হাদীস আমল করা যায়। আপনি নিয়মিত পড়বেন সমস্যা নেই। পর্যাপ্ত রিজিকের জন্য সহীহ হাদীসের নিচের দুআটি সকাল-সন্ধ্যা পড়তে পারেন اللهمَّ إنِّي أَعوذُ بكَ مِن الجبنِ والبخلِ وضَلَعِ الدَّينِ وغَلبةِ الرِّجالِ