আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3689

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 6 মার্চ 2016

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম, সিগারেট খাওয়া হারাম? নাকি মাক্রুহে তাহরিমী? এই বদ অভাস থেকে বেড় হওয়ার উপায় কি?
যাযাকাল্লাহ খাইর

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হারাম আর মাকরুহ তাহরিমী একই বিষয়। গোনাহের কাজ ছাড়ার সবচেয়ে কার্যকরী বিষয় হলো আখেরাতের চিন্তা। এই কারণ আপনি জাহান্নামের আগুনে পুড়তে পারেন। তাছাড়া স্বাস্থহানী, অপচয় ইত্যাদি বিষয় মাথায় রেখে দৃঢ় প্রতিজ্ঞা করুন এই নষ্ট, নোংরা কাজ আর করবেন না।