আসসালামু আলাইকুম,
১. গবাদি পশুর যাকাতের বিধান কি। ২. নামাজে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার বিধান কি?
ইমাম যখন চুপিচুপি পড়ে ( যেমন: জোহর, আছোর) এই সময় ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে আর যখন ইমাম জোরে পড়ে ( যেমন : ফজর, মাগরিব, এশা) ইমামের তেলোয়াত শুনতে হবে। এখন আমার মূল প্রশ্ন হোলো মাগরিবের শেষ রাকাত আর এশার শেষ ২ রাকাতে ইমাম চুপিচুপি পড়ে সেই সময় কি করবো?