আসসালামুআলাইকুম, ১. নামাযের নিয়ত কিভাবে করব? আল্লাহু আকবার বলার আগে কি মনে মনে নিয়ত করতে হবে, আল্লাহু আকবার বলে নামায শুরু করে দিব। ২. আমি কোন কারণে যদি যোহরের নামায পড়তে না পাড়ি এবং ওয়াক্ত শেষ হয়ে যায় তবে আসরের ওয়াক্তে কি শুধু আসর পড়তে হবে নাকি যোহর পড়ে মানে যোহরের কাযা পড়ে আসর পড়তে হবে।