আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3541

আদব আখলাক

প্রকাশকাল: 10 অক্টো. 2015

প্রশ্ন

আমার প্রশ্ন হলো কেও যদি প্রস্রাব বা পায়খানার পর টিসু ব্যবহার না করে সরাসরি পানি ব্যবহার করে নাপকস্থান ধুয়ে ফেলে তাহলে কি সে অযু করে নামায আদায় করতে পারবে নাকি তাকে গোসল করতে হবে নামায আদায়ের জন্য?

উত্তর

শুধু অযু করলেই হবে। পানি ব্যবহারের আগে টিস্যু ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ কোন বিষয় নয়, করলে ভালো, না করলে কোন সমস্যা নেই।