আস সালামু আলাইকুম। হুজুর আমার বাড়ি কলকাতার এক গ্রামে। আমাদের গ্রামে 1 টাই মসজিদ। প্রথম তোলার কাজ পুরোপুরি কমপ্লিট। এখন ২য় তোলার কাজ চলছে মাশাআল্লাহ। আর এসব কাজ আমাদের গ্রামের প্রত্যেক বাড়ি থেকে সামর্থ্য অনুযায়ী চাঁদা দিয়ে মসজিদের উন্নতি করা হয় এবং অনেেক প্রতিশ্রুতি দিয়েছেন। কেউ পিলার,কেউ রড, কেউ সিমেন্ট ইত্যাদি। মসজিদের ইমাম, ময়েজ্জেন সাহেব কে যে বেতন দেওয়া হয় সেগুলোও বার্ষিক প্ৰতেক বাড়ী পিছু চাদানিয়ে তাদের বেতন দেওয়া হয়। মসজিদের নামে প্রায় কমবেশি 1 বিঘা জমি আছে তাতে বাঁশ ঝার আছে। তা থেকেও আয় হয়। ওই জমির আশপাশে বহু বসতি বাড়ী আছে। মসজিদ কমিটি ও গ্রামের মানুষ ওই জমিতে গেঞ্জি ধোলাই ( বয়লার জাতীয় কারখানা)এর কারখানা করতে চায়। যাতে মসজিদের আয় বাড়বে। কিন্তু আমরা যারা ওই জমির পাশে বাস করি আমাদের ওই জাতীয় কারখানা করতে আপত্তি আছে। কারণ ওই জাতীয় কারখানায় পরিবেশ দূষিত হয়। এবং কয়েক বছর আগে আমাদের পাশে ওই জাতীয় ১ টা কারখানায় বোয়লার ফেটে 3 জন নিহত ও কয়েকজন আহত হয়। সেই কারণে আমাদের আপত্তি। আমরা বলেছি যে ওই জাতীয় কারখানা বাদে অন্য কোনো (পরিবেশ দূষিত হয় না এমন কারখানা) যদি হোয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমি জানতে চাই যে এমত অবস্থাতে মসজিদ কমিটির কি করা উচিৎ? কারণ গ্রামের অন্য পাড়ার মানুষ সমর্থন করলেও ওই জমির আশপাশের লোকজনের আপত্তি আছে। আর যদি মসজিদ কমিটি আশপাশের লোকজনের আপত্তি না দেখে সংখ্যাগরিষ্ঠতার উপর ভিত্তি করে ওই আপত্তি কর কারখানা করে তাহলে কি সেটি ইসলাম বিরোধী কাজ হবে? বিস্তারিত জানাবেন। খুব প্রয়োজন।