আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3488

বিবিধ

প্রকাশকাল: 18 আগস্ট 2015

প্রশ্ন

আস সালামুআলাইকুম আমার বয়স ২৪ আমি স্বপ্ন নিয়ে উদ্বিগ্ন
বেশ কিছুদিন আগে স্বপ্ন দেখলাম নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসার সামনে দিয়ে চলে যাচ্ছেন সাথে একটা বড় জামাত ছিলো তারা পূর্বেরদিকে যাচ্ছিলেন আমি তার পেছন দিক দেখেছিলা। উচ্চতা ৫.৮৫১০ হতে পারে (আমার অনুমান), মিডিয়াম স্বাস্থ্য, কার্লি চুল একটু বড় সাদা পাঞ্জাবি পরহিত ছিলেন। আমি ফেইস দেখিনি। এর বহুদিন পর আমি আবু বকর (রা) কে স্বপ্ন দেখেছিলাম। মনে হলো আমি মদীনায় তিনি একটা চিরকুট দিয়েছিলেন আরবী লিখা, আমি পড়তে পারিনি। (আমি কুরআন দেখে পড়তে পারি বাংলা অর্থসহ পড়ি তবে আরবী ভাষা বুঝিনা। )
গতরাতে স্বপ্ন দেখলাম মূসা (আ) কে, মনে হলো আমি তার প্রতিবেশী। বেশ কিছুদিন পর তিনি এলাকা ছেড়ে চলে গেলেন । আমি তার চলে যাওয়া দেখলাম তারপর কেন যেন স্বপ্নেই বিচলিত হয়ে পড়লাম। উল্লেখ্য আমি পর্দা করি, চেষ্টাকরি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার । তওবা করি পাপের জন্য…তারপর ও হয়ত পাপ করি আবার তওবা করি। আমি অনার্স শেষ করলাম কয়েক দিন আগে। ইসলাম কে জানার এবং মানার চেষ্টাকরি। আমি খুব হতাশায় ভুগি এবং এর জন্য ও তওবা করি। দয়া করে বলবেন এ স্বপ্নগুলি কি কোন অর্থবহন করে? আমার কোন আমলের ঘাটতির জন্য কি দেখি? না অন্যকিছু? নাকি কিছুই না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি স্বপ্ন নিয়ে কোন চিন্তা করবেন না। আর উদ্বিগ্ন তো নয়ই। বর্তমানের স্বপ্নের কোন মূল্য নেই। এই নিয়ে টেনশন চিন্তা একটা অযথা কাজ ছাড়া কিছুই নয়। আপনি ইসলামের ফরজ ওয়াজিব বিষয়গুলো নিয়মিত মেনে চলুন, হালাল-হারাম বিচার করে চলুন। আমরা দুআ করি আল্লাহ আপনাকে সব দিক থেকে সুস্থ রাখুন।