আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3465

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 26 জুলাই 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম সাইফুল্লাহ ভাই, কেমন আছেন?একটা প্রশ্নের উত্তর জানতে চাই ফারায়েয সম্পর্কিত। আমরা জানি, পিতা মারা যাবার পর তার পরিত্যক্ত অবন্টনকৃত সম্পদ ছেলে-মেয়েসহ অন্যান্য ওয়ারিশদের মাঝে কুরআনের বিধান অনুসারে বণ্টন করে দিতে হয়। আরো জানি,একজন মুসলিম তার সম্পদ জীবিত অবস্থায় যে কাউকে(ছেলে মেয়েসহ) তার ইচ্ছে অনুযায়ী দান করে দিতে পারেন। আমাদের দেশের বাস্তবতা হচ্ছে প্রায় সব বাবা-মাই মেয়েদেরকে সম্পদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত করে ছেলেদেরকে বেশি দিয়ে যান। আবার, অনেক পিতা-মাতা এক ছেলেকে আরেক ছেলের থেকে বেশি ভালোবাসেন এবং মৃত্যুর আগে ঐ ছেলেকে বেশি সম্পদ দিয়ে যান। পিতা-মাতা কোনো ছেলে/মেয়েকে বেশি ভালোবাসতেই পারেন। কিন্তু সে কারণে কাউকে সম্পদ কম/বেশি করে দিলে পিতা-মাতার কোন গুনাহ হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কোন কোন সন্তান পিতা-মাতার প্রতি অধিক যত্নবান হয়, তারে খোঁজ খবর রাখে, সাহায্য-সহযোগিতা করে, এমন হলে অনেক সময় পিতা-মাতা তাদেরকে একটু বেশী দেন, এটা অন্যায় নয়। তবে বিনা কারণে এক সন্তানকে বেশী দিয়ে অন্যকে বঞ্চিত করা গুনাহের কাজ।