আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3442

আদব আখলাক

প্রকাশকাল: 3 জুলাই 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে দিনে ও রাতে আমাদের কতক্ষণ ঘুমানো উচিত? এবং মহানবী সঃ দিনে ও রাতে কতক্ষণ ঘুমাতেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলাম ঘুমের কোন নির্দিষ্ট সময় বেধে দেয় নি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনাচার বিভিন্ন রকম। যে অঞ্চলের মানুষের যতটুকু প্রয়োজন ঘুমাবে। রাসূলুল্লাহ সা. হাদীসে এশার পর কথা বার্তা না বলে ঘুমিয়ে যেতে বলেছেন। কাজকর্ম না থাকলে দ্রুত ঘুমিয়ে পড়া ভালো। এছাড়া তিনি রাতের শেষ দিকে একটি বড় অংশ সালাতের মধ্যে কাটাতেন। দিনের বেলায়ও কিছুক্ষন বিশ্রাম নিতেন।