আসসালামু আলাইকুম স্যার, আমার প্রশ্ন হচ্ছে,
১) বয়স্ক লোক ইসলাম ধর্ম গ্রহণ করলে কি তার সুন্নতে খাৎনা করা লাগবে? বিস্তারিত জানতে চাই। ২) আমার এক সিনিয়র শিক্ষক বলছে, আমি শুনেছি অনেক দেশে নাকি মেয়েদের খাৎনা হয়? বিস্তারিত জানতে যাচ্ছি কথাটি কতোটুকু যুক্তিগত। ৩) আমাদের ইসলামের প্রধান ইমাম নাকি ইমাম আবু হানিফা? তৃতীয় শ্রেণির সাধারণ জ্ঞান বইতে লিখা। বিষয়টিতে আমি একমত না। আমি জানি আমাদের প্রধান ইমাম হচ্ছেন নবী মুহাম্মদ (স:)। দয়া করে হাদিসের আলোকে বিস্তারিত জানালে অনেক উপকৃত হব। আশা করি সব প্রশ্ন-এর উত্তরগুলো অতি শ্রীঘ্রই পাবো। ইন-শা-আল্লাহ