আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3329

যাকাত

প্রকাশকাল: 12 মার্চ 2015

প্রশ্ন

একটি এতিম যার কেউ নেই আল্লাহ ছাড়া। তার বাবা এক লাখ টাকা আছে। এ টাকা একজন ব্যাবসায়ীকে দিয়েছে। সে অল্প টাকা দেয়। সেটা দিয়ে লেখা পড়া করে। এখন এ টাকা থেকে যাকাত দিতে হবে কী?

উত্তর

স্বর্নের নিসাব ধরলে তার উপর যাকাত আসে না। সে যেহেতু গরীব তাই স্বর্ণের নেসাব ধরে যাকাত না দিলেও কোন সমস্যা হবে না আশা করি।