আসসালামু আলাইকুম। স্যার আমার একটি প্রশ্ন- বৃদ্ধা আশ্রম ও এতিম শিশুদের জন্য একটি প্রতিষ্ঠান করেছেন একজন অমুসলিম ব্যক্তি। তাকে কি দান বা আর্থিক সাহায্য করা যাবে কি না?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। যাকাত এবং ফিৎরা মুসলিমদেরকেই দিতে হবে। এর বাইরে অন্যান্য দান-সদকা যে কাউকে দেয়া যায়। ওখানে যাকাত-ফিৎরা দিবেন না। কারণ তিনি কাদের জন্য খরচ করবেন, তা আপনি জানতে পারবেন না। সাধারণ দান-সদকা করতে পারেন।