আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3268

সালাত

প্রকাশকাল: 10 জানু. 2015

প্রশ্ন

এক ভদ্র লোক থেকে শোনা হাদীহ(হাদীস কুদসী) আল্লাহ তায়ালা নবী মুহাম্মদ(স) এর নিকট ওহী পৌছাইলেন যে আজকে থেকে তোমাদের নামায মাফ,আর পড়া লাগবেনা,তখন নবী মুহাম্মদ(স) আবু হুরাইরা (র) কে বললেন তা সবাইকে জানানোর জন্য, তখন আবু হুরাইরা(র) হযরত উমার(র) এর নিকট এই কথা বললে তিনি তাকে এক থাপ্পর মারেন,আবু হুরায়রা (র) তখন নবী এর নিকট এই কথা বললে, নবী উমার কে জিজ্ঞেস করলেন কেন মেরেছ? তখন উমার বললেন আমরা সবে মাত্র মুসলমান হয়েছি এখন নামাজ উঠে গেলে আমাদের মধ্যে ভ্রাতৃত কমে যাবে, তাই নামাজ আগের মতোই বহাল রাখা হলো এমন কোনো হাদীস কি আছে?

উত্তর

এই অলীক কাহিনী আমি আগে শুনি নি। এগুলো বানোয়াট কিচ্ছা।