আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3216

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 নভে. 2014

প্রশ্ন

প্রশ্ন: শাইখ, নিম্নবর্ণিত হাদিসটির ব্যাখ্যা কি হবে-
মুহাম্মদ ইবনু আবদুল আলা (রহঃ) ও মুহাম্মদ ইবনু ইবরাহীম ইবনু সুদরান (রহঃ) … আবূ যর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুদেশে হাত রেখে বললেনঃ যদি তুমি এমন লোকের মধ্যে বেঁচে থাক যারা সঠিক সময় থেকে সালাতকে পিছিয়ে দেবে তখন তুমি কি করবে? তিনি বললেন, আপনি যা আদেশ করবেন। তিনি বললেনঃ তুমি সময়মত সালাত আদায় করে নেবে। তারপর তোমার প্রয়োজনে যাবে। যদি সালাত আরম্ভ হয় আর তুমি মসজিদে থাক, তাহলে সালাত আদায় করবে। (নাসাঈ-৮৬০)
সহিহ, ইরউয়াউল গালীল ৪৮৩, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ১৩৫৩

উত্তর

সালাত ওয়াক্তের শেষ দিকে আদায় করা উচিত নয়। প্রথম দিকে আদায় করা উচিত। যদি কোন সমাজের মানুষেরা ওয়াক্তের শেষ দিকে সালাত আদায় করে তাহলে রাসূলুল্লাহ সা. বলেছেন, ওয়াক্তের শুরুর দিকে একা একা আদায় করে কাজে বেরিয়ে পড়তে। এরপর যদি জামাতের সময় মসজিদে থাকে তাহলে জামাতের সাথেও সালাত আদায় করবে। জামাতের সাথের সালাত নফল হিসেবে হবে। ইমাম নববী রহ.সহ অন্যান্য মুহাদ্দিসগণ এই হাদীসের ব্যাখ্যা এমনই করেছেন। হাদীসটি সহীহ মুসলিমেও আছে। ইমাম নববী রহি. এই হাদীসের ব্যাখ্যায় বলেছেন, صَلِّ فِي أَوَّل الْوَقْت وَتَصَرَّفْ فِي شُغْلِك فَإِنْ صَادَفْتهمْ بَعْد ذَلِكَ وَقَدْ صَلَّوْا أَجْزَأَتْك صَلَاتُك ، وَإِنْ أَدْرَكْت الصَّلَاة مَعَهُمْ فَصَلِّ مَعَهُمْ ، وَتَكُون هَذِهِ الثَّانِيَة لَك نَافِلَة . ওয়াক্তের শুরুতে সালাত আদায় করো এবং কাজে বেরিয়ে যাও। যদি মানুষেরা এরপর সালাত আদায় করে তাহলে তোমার জন্য এই সালাতই যথেষ্ট। আর যদি এরপর তাদের সাথে সালাত পাও তাহলে তাদের সাথে সালাত আদায় করবে। দ্বিতীয়বারের সালাতটি নফল হবে। সহীহ মুসলিম, হাদীস নং ১০৩০ নং হাদীসের ব্যাখ্যা।