আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3206

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 9 নভে. 2014

প্রশ্ন

আমার মনে মাঝে মাঝে নাস্তিকতা নাড়া দেয়। আমি চায় না কখনও আমার অন্তরে এগুলো আসুক। নামাজে দাড়ালে এসব কথা মনে আসে। এখন আর আগের মত নামাজে মজা পাই না। মাথায় শুধু সারাদিন এগুলো ঘুরতে থাকে। নিজে নিজে এসবের সাথে যুদ্ধ করি। আমি খুবই চিন্তিত। কি করলে এসব থেকে মুক্তি পাওয়া যাবে?

উত্তর

আপনি বেশী বেশী সূরা ইখলাস পড়বেন। কালিমা শাহাদাত পড়বেন। সব সময় কোন কাজে ব্যস্ত থাকবেন। নামাযের ভিতর সূরার অর্থের দিকে খেয়াল করবেন। আর আল্লাহর কাছে বেশী বেশী দুআ করবেন। আমরা আল্লাহর কাছে দুআ করি যেন আল্লাহ তায়াল আপনার সমস্যা দূর করে দেন।