আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3143

ঈদ কুরবানী

প্রকাশকাল: 7 সেপ্টে. 2014

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, কোরবানির সম্পর্কে কিছু জানা দরকার। আমরা ৩ ভাই,মা ও ৩ জনের বউ আছে ঘরেতার মধ্যে ছোট ভাইয়ের আয় নেই। আর ৬ জন বাচ্চা ২জন সাবালক,বাকি ৪ জন নাবালক । মোট ১৩ জন আমরা ২টি গরু নিয়ে সবার নামে কোরবানির করি। বাকি ১ নাম রাসুল ( সঃ) নামে দিয়ে থাকি। বাচ্চারা ও কেউ ইনকাম করেনা। এখন আমার প্রশ্নএখানে কার নামে কোরবানির করা কতটুকু শুদ্ধ। কেউ কেউ বলেন নাবালক ও যিনি ইনকাম করেনা ওদের নামে কোরবানির ওয়াজিব নয়। যেহেতু আমাদের সামর্থ আছে? কোরবানির করা কতটুকু শুদ্ধ বা কোনো সোয়াব হবে আছে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনাদের কুরবানী সহীহ হয়েছে। যাদের পক্ষ থেকে কুরবানী ওয়াজিব তাদের পক্ষ থেকে ওয়াজিব হিসাবে আদায় হবে আর যাদের উপর কুরবানী ওয়জিব নয় তাদের পক্ষ থেকে নফল হিসেবে আদায় হবে। মোট কথা আপনাদের কুরবানী সহীহ হয়েছে।