আসসালামু আলাইকুম! আমার ছেলের বয়স ২ মাস। মাঝেমধ্যে ঘুম থেকে উঠে একা থাকলে ঘুব কান্না করে। কেউ গিয়ে বাচ্চাকে কোলে নিলে। বাচ্চা তার হাত দিয়ে যে তাকে কোলে নিছে তাকে খুব জোরে ধরে রাখার চেষ্টা করে। কিছুক্ষণ তাকে ধরে রাখলে বাচ্চা কান্না চুপ করে। বাচ্চা কি ভাইয়া ভয় পেয়ে এটা করে? না কি এজন্য আমি কি কোন ডাক্টারের সরণাপর্ণ হবো।