আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3062

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 জুন 2014

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, ১। অফিস এ নামাযের জন্য নির্ধারিত জায়গায় জামাত এ নামাজ পড়া যাবে কি? এর জন্য কি আযান দিতে হবে? নাকি মসজিদেই জামাত এ নামাজ পড়তে হবে? ২। আমি শুনেছি ইচ্ছকৃত ভাবে ঘরে বা যেখানেই হোক একাকি সালাত আদায় করলে নাকি সালত কবুল হয় না এটা কি ঠিক? কুরআন ও সুন্নাহ এর আলোকে জানাবেন ইনশাল্লাহ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অফিসে নামাযের জন্য নির্ধারিত জায়গাতে জামাত করা যাবে এবং জামাত করা উত্তম হবে। আযান দেয়ার দরকার নেই, ইকামত দিলেই হবে। মসজিদে যাওয়ার সুযোগ থাকলে মসজিদে যাওয়ায় বেশী ভাল। একাকী নামায আদায় করলে সালাত কবুল হয়. তবে মসজিদে জামাতে নামায পড়া পুরুষের জন্য একান্ত কর্তব্য।